নজরুল ইসলাম ময়মনসিংহ (নান্দাইল) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মুজিব জন্মশতবর্ষে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২জুন) সকাল ১১ টায় নান্দাইল আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে গাছের চারা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান (তুহিন) উপস্থিত থেকে চারা বিতরণ করেন। এবারের প্রতিপাদ্য মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি। উপজেলার ৩৫০ টি গ্রামে ২ টি ফলজ ও বনজ ৬১০ টি চারা আনসার সদস্যের মাঝে বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ (জুৃয়েল),উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া।

আরো উপস্থিত ছিলেন, নান্দাইল আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা.নুরুন্নাহার, প্রশিক্ষক জুবায়ের হোসেন সহ আনসার ভিডিপি সদস্য বৃন্দ।