কলম কথা ডেস্ক: 
মহান আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে
নড়াইলের ভাওয়াখালী শিল্পনীড় আর্ট স্কুলে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর সহযোগী সংগঠন আরজেএফ কালচারাল ফোরাম আয়োজিত শিশুদের চিত্রাংকন,কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার দৈনিক কলম কথা পরিবার থেকে উপস্থিত ছিলেন প্রকাশক ও সম্পাদক সুমন চক্রবর্তী এবং নির্বাহী সম্পাদক সাথী চক্রবর্তী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আরজেএফ নড়াইল জেলা কমিটির সভাপতি এবং দৈনিক কলম কথা’র প্রধান উপদেষ্টা মোঃ সাজ্জাদ আলম খান সজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সুলতান মাহমুদ সংবাদ সংস্থা বাসস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত রিভিনিউ অফিসার যমুনা আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ফরহাদ খান একুশে টেলিভিশন।সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার।
আরজেএফ টিম থেকে উপস্থিত ছিলেন
সাংবাদিক স্বপন কুমার দাস সাধারণ সম্পাদক আরজেএফ নড়াইল,সাংবাদিক এসকে সুজয় দপ্তর সম্পাদক আরজেএফ নড়াইল,মহিলা বিষয়ক সম্পাদক সোহানা পারভীন জনি,
আরজেএফ সাধারণ পরিষদ সদস্য আরিফুজ্জামান,ইশতেয়াক মোহম্মদ আজিজ নিপু,আব্দুর রহিম।
সার্বিক তত্বাবধানে ছিলেন শিল্পনীড় আর্ট স্কুলের পরিচালক রাজু খান সাধারণ পরিষদ সদস্য আরজেএফ নড়াইল ও তার সহধর্মিনী আশা খানম।
অনুষ্ঠানে এককভাবে উপস্থাপনা করেন এবিএম হামিমুর রহমান শামীম আইন বিষয়ক সম্পাদক আরজেএফ নড়াইল।
অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে সান্তনা পুরষ্কারসহ তিনটি ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।