নড়াইলে বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লীগ উদ্বোধন।
মো: আজিজুর বিশ্বাস,ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬.০০ টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লীগের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলােয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকওবায়দুল কাদের এমপি ।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সুবাস চন্দ্র বােস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.সােহরাব হােসেন বিশ্বাস, জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইল পুলিশ সুপার জসীমউদ্দিন পিপিএম ( বার ) প্রমুখ।
নড়াইল -২ সংসদ সদস্য মাশরাফী বিন মাের্তজা’র সার্বিক ব্যবস্থাপনায় ক্রীড়া, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের উর্বর ভূমি নড়াইল জেলার তরুণদের মাদকাসক্তি’সহ নানাবিধ সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে ও তরুণদের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে গিয়ে একটি সুস্থ – সুন্দর আগামী বিনির্মানের প্রত্যাশায় এই ক্রিকেট টুর্নামেন্টের আয়ােজন।
মো: আজিজুর বিশ্বাস,ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।