নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন।

মোঃ আব্দুস সুবহান | নড়াইল 

নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

 

৫০ জন কৃষকের ৫০ একর জমিতে সরকারি খরচে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা লাগানো হবে এবং পরবর্তীতে সরকারি খরচে এ জমির ধান পাকা কেটে দেয়া হবে। এর আগে ৫০ জন কৃষকের মাঝে ৩০০ কেজি উচ্চ ফলনশীল ধানের চারা এবং বিনামূল্যে সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জনাব সালমা সেলিম, উপজেলা নির্বাহী অফিসার, সদর নড়াইল। জনাব দীপক কুমার রায়, কৃষিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল।