- পবিত্র কুরআন শরীফ অল্প সময়ে হিফজ সমাপ্ত করলেন আব্দুল্লাহ বিন হুসাইন
মোহাম্মদ জুবাইর চট্রগ্রাম
অল্প বয়সে ৩০ পারা কুরআনে হাফেজ হলেন মুহাম্মদ আব্দুল্লাহ বিন হুসাইন। সে ভুজপুর আবু বকর ছিদ্দিক (র.) মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
আব্দুল্লাহ ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কৃতি সন্তান এহয়াউস্সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর পুত্র। তিন ভাই বোনের মধ্যে সে প্রথম। বর্তমানে তার বয়স হয়েছে ১১ বছর।
মুহাম্মদ আব্দুল্লাহ প্রতিদিন সর্বোচ্চ ৫ পৃষ্ঠা থেকে শুরু করে ১০ পৃষ্টা পর্যন্ত মুখস্ত করেছেন। আর এতে পুরো কুরআন মুখস্থ করতে তার সময় লেগেছে প্রায় ৩ বছর।
জানতে চাইলে শেখ হুসাইন মোঃ শাহজাহান ইসলামাবাদী বলেন, আবদুল্লাহ’র হেফজ সমাপ্ত করায় আমি মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। সে সাথে যাদের অক্লান্ত পরিশ্রমে তার হেফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে সেসব সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।