টি.এম.মুনছুর হেলাল সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কানাডায় নিযুক্ত মান্যবর হাইকমিশনার, শাহজাদপুরের কৃতি সন্তান ড. খলিলুর রহমানকে বাংলাদেশ সরকার সচিব পদে পদোন্নতি প্রদান করেছেন।

খলিলুর রহমান ১৯৮৫ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। কূটনীতিক হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে নিউ দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। এছাড়া খলিলুর রহমান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) লিয়েনে জ্যেষ্ঠ পদেও দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি এল’ইকোলিন্যাশনালড্’ প্রশাসন থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে এমএ সম্পন্ন করেন। এছাড়া খলিলুর রহমান আন্তর্জাতিক সংস্থা প্যারিসের সরবনি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি এবং ভারতের নিউ দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে পিএইচডি অর্জন করেন। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব দেখা দেবার পর ড. খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পাবার পর থেকে এ পযন্ত খলিলুর রহমান করোনা নিয়ে ঢাকায় বিদেশি মিশনসমূহ এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসমূহে কূটনীতিক দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। এক শুভ বার্তায় সিরাজগঞ্জ এক্সপ্রেসের পক্ষ থেকে এই কৃতি সন্তানকে শুভেচ্ছা, অভিনন্দন ও তার সার্বিক সফলতা কামনা করা হয়।