• ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় ৩৯তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা সাময়িকী ফোর্বস বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩৯তম স্থানে রাখা হয়েছে।
তালিকার শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এরপরই রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ।
তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দের লায়েন।
ফোর্বসের তালিকায় পঞ্চম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের সমাজসেবী মেলিন্ডা গেটস। যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলসি তালিকায় আছেন সাত নম্বরে।
বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনাই প্রথম প্রধানমন্ত্রী যিনি চার বার দেশটির সরকারপ্রধান হন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসনে জয় পেয়ে টানা তৃতীয় বারের মতো ক্ষমতাসীন হয়।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, খাদ্য নিরাপত্তা, শিক্ষা-স্বাস্থ্যে প্রবেশাধিকারসহ অন্য বিষয়ে গুরুত্ব দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন শেখ হাসিনা।
ফোর্বসের তালিকায় ৩২তম স্থানে জায়গা করে নিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রয়েছেন ৪১তম অবস্থানে।