বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ এর শুভ উদ্বোধন
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
দিঘলিয়ায় ১লা নভেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ এর শুভ উদ্বোধন করেন খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী। তিনি ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়ে জাতীয় যুব দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী বলেন দিঘলিয়ায় ইতিমধ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের বহুতল প্রশিক্ষণ কমপ্লেক্স নির্মানের জন্য পঞ্চাশ শতাংশ জমি অধিগ্রহণ কার্যক্রম চলমান আছে এবং দিঘলিয়া উপজেলায় অনেক অসহায় পরিবার আছে যাদের জমি আছে ঘর নাই, এমন অনেক পরিবারকে ইতিমধ্যেই প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। ব্যাক্তি উদ্যোগে যদি আরো কিছু ঘর প্রকৃত সুবিধা ভোগীদের উপহার দেওয়া যায় এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতার হাত বাড়াতে বলেন। তিনি আরো বলেন ভৈরব নদীর উপর সেতুর নির্মাণ কাজের টেন্ডার হয়েছে এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সংসদ সদস্য বলেন মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান।
এরপর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।