বাংলাদেশের সবচেয়ে বড় প্লাজমা ব্যাংক হচ্ছে বাংলাদেশ পুলিশের।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

সকল করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা সেচ্ছায় করোনা আক্রান্ত জনসাধারনের জিবন বাছানোর তাগিদে নিয়মিত প্লাজমা প্রদান করে আসছে , পুলিশ প্লাজমা ব্যাংকে
যে কেউ প্লাজমার জন্য কেন্দ্রিয় পুলিশ হাসপাতালে যোগাযোগ করতে পারে ৷ করনায় পজেটিভ থেকে নেগেটিভ আসলে প্রথম তিন মাসে একাধিক বার প্লাজমা দেওয়া যায় ৷ তখন প্লাজমার গুনগতমান ভাল থাকে ৷ অথছ অনেক জন সাধারন করনা মুক্তির পরে আর প্লাজমা দেয় না ৷

প্লাজমা দিলে শরীরের কোন ক্ষতি হয় না ৷ বরং একটি মমূর্ষ মানুষের জীবন বাছেঁ তাই আসুন কভিড আক্রান্ত হলে নিজে প্লাজমা দেই এবং অন্যকে প্লাজমাদানে উৎসাহিত করি ৷ প্লাজমা সংগ্রহ ও পরিসন্চালন একটি ব্যায় বহুল পক্রিয়া , যা বাংলাদেশ পুলিশের নিজেস্ব তত্বাবধানে জনসাধারনের উপকারার্থে একটি নিয়মিত চলমান পক্রিয়া ৷ দেশ ও জাতির কল্যানে বাংলাদেশ পুলিশ ছিল আছে এবং থাকবে ৷