
জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে।
প্রথম দফায় ৩ কোটি ডোজ আনা হবে। পরে মে/জুনের মধ্যে আরও ৬ কোটি ডোজ আসবে। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য আগামী জুন মাসের মধ্যেই সাড়ে ৪ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া।
টিকা দিতে সরকার ইতোমধ্যে গ্রাম পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। মূলত ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূাচ) এবং সরকারি হাসপাতালের মাধ্যমে টিকা দেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলোকে এ কার্যক্রমে সম্পৃক্ত করতে আলোচনা চলছে।
সূত্র: মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব।
COVID19
CoronaVirusUpdate
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।