মাস্ক সচেতনতায় ভিবিডি খুলনা বিভাগের ১৮২৯ জন ভলিন্টিয়ার একযোগে মাঠে।
মোঃমেহেদী হাসান ইমন
১২ই নভেম্বর ২০২০,বৃহস্পতিবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় সারা দেশের ৬৪ টি জেলায় একযোগে জাগো ফাউন্ডেশনের ইয়ুথ অর্গানাইজেশন ভলান্টিয়ার ফর বাংলাদেশ আয়োজিত ‘ আপনার মাস্ক কোথায়?’ করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনসচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করে।
সারা দেশের হাজার হাজার তরুণ ভলান্টিয়াররা স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় নেমে পড়ে আজ মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে। ভলান্টিয়াররা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে সুন্দর সারিবদ্ধ হয়ে দাড়ায়। তারা পথচারীদের মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতন করে এবং সঠিকভাবে মাস্ক পরিয়ে দেয়।
এই ক্যম্পেইনের অংশ হিসাবে খুলনা ডিভিশনের ১০ টি জেলা বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, নড়াইল, মেহেরপুর,চুয়াডাঙ্গার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৮২৯ জন ভলিন্টিয়ার অংশগ্রহণ করেন। তারা সাধারণ মানুষদেরকে করোনা থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পড়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।