মোঃ রিয়াদ | চুয়াডাঙ্গা
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূৃমিহীন ও গৃহহীন মানুষের মাঝে বিনামূল্যে বসতঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন কার্যক্রম শুরু হয়, আজ সকাল ১০ টাই ভার্চুয়াল অনুষ্ঠানের মাধমে।
এ সময় চুয়াডাঙ্গা ২ আসনের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে জীবননগর অডিটোরিয়ামে অংশ নেন, চুয়াডাঙ্গা ২ আসনে সংসদ সদস্য হাজী আলী আজগর টগর এমপি।
আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম মুমিন লিংকন, জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যন হাজী হাফিজুর রহমান, জীবননগর উপজেলা পরিষদ আওয়ামীলীগ সভাপতি গেলাম মোর্তুজা, ভারপ্রাপ্ত সাধারন সম্পদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতান লাখী, আরো অনেকেই উপস্থিত ছিলো।
সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা বাস্তুহারা ও গৃহহীনদের মাঝে ঘর হস্থান্তর করেন। জীবননগর উপজেলায় ৩ টি ইউনিয়নে মোট ১৮টি ঘর দেওয়া হয়।
স্বপ্নের নীড় খুঁজে পেয়ে অনেকে অশ্রুশিক্ত হয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ কামনায় মোনাজাত শুরু করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।