আব্দুস সোবহান | নড়াইল: নড়াইলে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো পুলিশ মেমোরিয়াল-ডে ২০২১
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে আলোচনা সভা ও পুলিশ সদস্যদের পরিবারকে শুভেচ্ছা উপহার নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়েজিত সভায় সভাপতিত্ব করেন, জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) পুলিশ সুপার, নড়াইল। এ সময় উপস্থিত ছিলেন জনাব রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব তানজিলা সিদ্দিকা সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যরত অবস্থায় শাহাদতবরণকারী নড়াইল জেলার ৩২ জন পুলিশ সদস্যের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার সহ অতিথিবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।