আবদুল্লাহ আল মামুন | যশোর জেলা প্রতিনিধি: পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা প্রতিনিয়ত সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে চলেছে ।
রক্তদান সহ অসহায় মানুষের জন্য সংগঠন টি কাজ করে আসছেন দীর্ঘ দিন ধরে মানুষের সহযোগিতায় ৷ পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার একটি স্কুল রয়েছে যশোর রেলগেট। যেখানে অসহায় পথশিশুদের শিক্ষা দেয়া হয়। করোনার কারনে স্কুল টি বন্ধ আছে এবং করোনা চলাকালীন ঘুর্ণিঝড়ে স্কুল টি ভেঙ্গে যাই, সামনে আবার ও স্কুলটি চালু করে অসহায় পথশিশুদের জীবনে শিক্ষার আলো জ্বালাতে চায় সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু সংস্থায় ৯৫% সদস্য ছাত্রছাত্রী হওয়ার কারনে স্কুলটি মেরামত করে চালু করা সম্ভাব হচ্ছেনা,তাই স্কুল টি পুনরায় চালু করতে সমাজের অর্থবান বিত্তবান নিকট সহযোগিতা চান পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা। আপনার মত সামাজিক মহৎ মানুষ গুলি অসহায় পথশিশুদের পাশে থেকে স্কুলটি পরিচালনা করতে সহযোগিতা করুন।
সহযোগিতা করতে ব্যাংক এ/সি 2321801027559 সোনালী ব্যাংক মণিরামপুর শাখা যশোর ৷ বিকাশ 01738922160পার্সোনাল। প্রয়োজনে যোগাযোগ দেব বিশ্বাস FSDO প্রধান কার্যালয় মোবাইল 01914999105
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।