![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/02/PicsArt_02-13-01.41.58-400x225.jpg)
নিজেস্ব প্রতিবেদক | যশোর
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে যশোরে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারীর বাড়ি জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খুলনার ফুলতলা উপজেলার পত্তিপুর গ্রামের মানিক কুণ্ডুর সঙ্গে তার পরিচয় ছিল। মানিক তাকে একটি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকাও নেন। এরপর গত দুইমাস ধরে চাকরি না দিয়ে নানা বাহানা করছিল।সম্প্রতি মানিক তাকে চাকরির জন্য যশোরে নিয়ে যাবে বলে জানায়। সেই প্রেক্ষিতে মানিক তাকে নিয়ে যশোরে যান এবং এ সময় সে আরও দু’জনকে সঙ্গে নেন। এরপর সন্ধ্যার দিকে একটি অটোরিকশায় করে হাশিমপুর যাওয়ার পথে মানিকসহ তিনজন মিলে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।’
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আজিজুল হাকিম বলেন, ‘ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।