
- রূপগঞ্জে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার
শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচিত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার নোয়াপাড়ার চৌধুরীঘাট এলাকা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা জানান, নোয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর চৌধুরীঘাটের নদীতে নবজাতকের বস্তাবন্দি লাশ ভাসতে দেখে লাশ স্থানীয় জনতা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। নবজাতকটি মেয়ে। শিশুটির শরীরে কোন আঘাতের চিহৃও পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কেউ এর দাবিদার হয়নি। কারো অবৈধ সম্পর্কেও ফসল হয়তো রাতের আধাওে কেউ নদীতে ফেলে গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
তারিখ- ১০/০১/২১ ইং
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।