- রূপগঞ্জে আনছর আলীর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি মহোদয়ের নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা গাজীর অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলীর নিজ অর্থায়নে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । শনিবার বিকালে পূর্বাচল উপশহরের জলসিড়ি চত্ত্বরে মহান বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে এ ব্যতিক্রমি উদ্যোগে নিয়েছে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী । রূপগঞ্জ ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। এই সময় আনছর আলী বলেন আমার নেতা বীর মুক্তিযোদ্ধা মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি মহোদয়ের নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা গাজীর অনুপ্রেরণায় এই বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পেরে আমি গর্বিত ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।