• র‍্যাব-৭ এর অভিযানে ৭,৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী আটক।

    সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

 

গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ ডিসেম্বর ২০২০ ইং তারিখ ১২.১৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন বরোলিয়া ইউনিয়নের বুধপুরা বাজারে অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ বেলাল (৩২), ২। মোঃ সুমন (২২) এবং ৩। মোঃ নজরুল ইসলাম (২৮) কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগ ও তাদের দেহ তল্লাশী করে ৭,৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয় এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।