পঞ্চাশতম বিজয়ে
♦লিপি হালদার♦
পতাকার জয় পেয়েছি
জয় পেয়েছি মানচিত্রে,
সোনার মাটিতে খুজলে পাবে
ভুলন্ঠিত ধর্ম জাতির মানবিকতার বিবেক টাকে
পঞ্চাশতম বিজয়ে পেলাম
নিজের টাকায় পদ্মাসেতু
নারী তবু এখানে সেখানে আজো বিবস্ত্র
প্রানের নিরাপত্তা শংকিত।
আজো মা গো
তোমার সন্তানেরা ঘুসের টাকায় পাহাড় গড়ে
ধনী দরিদ্রের ব্যবধান দেখে
ধর্ম ব্যবসায়ী-রাজনীতিবিদ ফায়দা লোটে।
পঞ্চাশ বছর পেরিয়ে গেছে
হেলা করিস না,
বাংলা মায়ের সোনার মেয়ে
সোনার ছেলেরা।
নায্যতা, দেশপ্রেম-মানবিকতায়
হারিয়ে দে উগ্রবাদ
থামিয়ে দে দুর্নীতি আর দেশপ্রেমহীনতা।
☆ কবি – লিপি হালদার
পেশি ও হাড়ের ব্যথা বিশেষজ্ঞ, ফিজিওথেরাপিস্ট, কবি, সাংবাদিক ও উপস্থাপিকা।
১৬-ডিসেম্বর, 2020/লন্ডন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।