লোহাগড়ায় নড়াইল জেলা ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
স্টাফ রিপোর্টারঃ
একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন, বিনা স্বার্থে রক্ত মোরা করব দান। ঠিক এমনিভাবে মানব সেবায় নিয়োজিত নড়াইল জেলার ব্লাড ব্যাংক।
তারই ধারাবাহিকতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় চলছে নড়াইলের প্রতিটি উপজেলায়। বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত লোহাগড়া উপজেলার মুক্তিযোদ্ধা অফিস চত্বরে সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করা হয়। বিনামূল্যে অসংখ্য লোকের রক্তের গ্রুপ নির্ণয় করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সদস্য মাহামুদ আল হাসান, ঝুমা সুলতানা, গিয়াস, ইমন, মুস্তাইন, লিমন, আজিম, রোদ (শ্যামা), আলমগীর (লাভু), ইমরান প্রমুখ।
তরুণ-তরুণীদের উদ্যোগে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে নড়াইল জেলা ব্লাড ব্যাংক এই গ্রুপটি নড়াইল জেলার সর্বস্তরের লোকেরা এই গ্রুপের সদস্য এদের মূল লক্ষ্য অসহায়দের পাশে থেকে সেবা করা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।