লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৫,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ জন।
সুমনসেন চট্টগরাম জেলা প্রতিনিধি-
লোহাগাড়া থানার এসআই(নি:) গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ ২৮/১২/২০২০খ্রি: দুপুর ০১:৩৫ টায় লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ আসামী ১। মোঃ জুবায়ের (২২), পিতা- হাবিবুবর রহমান, মাতা- সাবুকুর নাহার, সাং- কুতুপালং, থানা- উঁখিয়া, জেলা- কক্সবাজার, ও আসামী ২। মোঃ ইব্রাহিম (২৫), পিতা- মৃত মোঃ রেজাউল করিম, মাতা- রাশেদা বেগম, সাং-ভাইবোনছড়া, থানা- লংগদু, জেলা-রাঙ্গামাটি, বর্তমানে শাপলাপুর, বাহারছড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজারদ্বয়কে গ্রেফতার করে। এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।