
লোহাগড়া দুই সন্তানের জননী কে বিয়ের প্রলোভনে ধর্ষণ।
মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার নড়াইল।
নড়াইলের লোহাগড়া উপজেলার মুচড়া গ্রামের স্বামী পরিত্যক্ত দুই সন্তানের জননী কে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,লোহাগড়ার উত্তর মুচড়া গ্রামের মো: বেলায়েত, এর ছেলে মো: সোহাগ,(৩২) ও একই গ্রামের স্বামী পরিত্যক্ত মেয়ে কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল। দীর্ঘদিন ধর্ষণের পরে ওই নারী কে বিয়ে করে নাই সোহাগ। এই ঘটনার পরে ওই নারীবাদী হয়ে লোহাগাড়া থানায় ১৪/১/২০২১ তারিখ : নারী শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করেন।
এরপর মামলার লোহাগড়া থানার সাব-ইন্সপেক্টর এস,আই আলমগীর হোসেনের নেতৃত্বে আসামিকে গ্রেপ্তার করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ভিকটিমের ডিএনএ পরীক্ষা করানো হয়েছে। এবং আসামি সোহাগকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।