নিজস্ব প্রতিবেদকঃ ডুমুরিয়া উপজেলায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণ ভালবাসা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন

মানব

বুধবার উপজেলার ধামালিয়া ইউনিয়নের চেঁচুড়ী কে. বি. মাধ্যমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মানবের প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।

আয়োজকরা জানান, ডুমুরিয়া উপজেলার ২৩টি গ্রামে শীতবস্ত্র বিতরণ কর্যক্রম চলছে। আগামী দুই একদিনের মধ্যে নির্ধারিত এলাকায় শীতবস্ত্র বিতরণ শেষ হবে। মানবের সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন তারা। নিজেদের সামর্থ্য অনুযায়ী বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। শীতে দুর্ভোগে পড়া মানুষগুলোর মুখে হাসি ফোটাতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন তাঁরা।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মানবের উপদেষ্টা, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। উপদেষ্টাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চেঁচুড়ী কে. বি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অবঃ) আব্দুস সাত্তার খান, ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বি এম দীন মোহাম্মদ খোকা, ভবদহ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ(অবঃ) আ. মতলেব সরদার, শিরোমনি ক্যাবল শিল্প লিমিটেডের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, ভবদহ কলেজের সহকারী অধ্যাপক এস এম হুমায়ুন কবির স্বপন, মো. ইকবাল হোসেন, ১নং ধামালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজোয়ান মোল্লা এবং ডুমুরিয়া উপজেলার সজ্জন ব্যক্তিরা।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন, মানবের সভাপতি এ. এম কামরুল ইসলাম, উপদেষ্টা ড. সেলিনা পারভীন বিউটি, সহ-সভাপতি এস এম শাহেদ হাসান ও গাজী আব্দুস সালাম, প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, কোষাধক্ষ্য মো. আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মো. মোজাফফর হোসেন মিঠু, শিক্ষা সম্পাদক মো. শফিকুল ইসলাম ও সহ-প্রচার সম্পাদক কাইয়ুম হোসেন ডালিম।

অনুষ্ঠানের সার্বিক নির্দেশনা দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল কবির। আগামী দিনগুলোতে মানবের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।