সালাত
এম. ইসমাইল বিন হায়দার
রাত ফুরিয়ে দিন আসিছে গাইছে পাখি গীত
ফজরেরই সুভাষ নিতে ডাকিছে মসজিদ।
ফজর বাদে মধুর সুরে পড়ো কুরআনে মাজীদ
রাত ফুরালো দিন আসিলো ভাঙ্গ এবার নিঁদ।
অজু করে কাপড় পড়ে আল্লাহর ঘরে যাও
নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে চাও!
মনের সকল তৃষ্ণা পূরণ করবে রাব্বুল আলামিন
আঁকড়ে ধরো তারে যে গড়েছেন আসমান ও জমিন।
তার ইশারায় চলতে থাকো আরও সাহায্য চাও তার
পুল- সিরাতের গিরিপথ হতে পাবে তুমি নিস্তার।
নামাজ কাজা করলে সাজা ভাবছো নি ভাই তুমি
পাঁচ ওয়াক্ত নামাজের তাই করো এহ্তেমামী।
সালাত হলো মুমিন বে-দ্বীন পার্থক্যের কষ্টিপাথর
বে-নামাজির কবর ঘরে ভেঙ্গে ফেলবে পাঁজর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।