সিএমপি কোতোয়ালী থানার অভিযানে সিএনজি ও অস্ত্রসহ আটক চার।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব নোবেল চাকমার তত্ত্বাবধানে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিন, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব মোঃ জাবেদ উল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৩/১২/২০২০ তারিখ রাত ২২.০৫ ঘটিকায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ওয়াসার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি সিএনজি, ০১টি একনলা বন্দুক, ০৩ রাউন্ড গুলি ও ০৩টি স্টীলের ছোরা সহ নুরুল হক সজীব (২৯), মোঃ শহীদ ওরফে চৌধুরী (২৭), আব্দুল খালেক (৪০) ও মোঃ ইব্রাহিম (৪২)কে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তিরা পরস্পরের যোগসাজশে একাকী পথচারীদের টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে থাকে বলে জানায়। তাদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও পৃথক অভিযানে কোতোয়ালী থানার মামলা নং-৬৩, তাং-১৭/১১/২০২০, ধারা-৩৯৪ দঃ বিঃ গ্রেফতারকৃত মোস্তাকিন হোসেন মিঠু (৩৫) এর দেওয়া তথ্য মতে তার সহযোগী মোঃ সাব্বির @ ছাব্বির, হেদায়েত বিশ্বাস (৪৪)কে তার নিজ বাড়ি গোপালগঞ্জ জেলা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন সিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা পরস্পরের যোগসাজশে ছুরিকাঘাত করে ৫০,০০০/- টাকা ছিনতাই করার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।