স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি হবে তার পঞ্চম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট।
অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বাজেটের মূল দর্শন হলো ২০৪১ সালের মধ্যে সুখী,সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। গত দেড় দশকে বর্তমান সরকার বাংলাদেশের টেকসই উন্নয়নের ভিত্তিপ্রস্তর তৈরী করে দিয়েছে। এর ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ চারটি মূল স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত হবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট। এবারের বাজেটে সঙ্গত কারণেই স্বাস্থ্য, কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থবছরের পুরো সময় জুড়েই থাকবে সরকারের নানা ধরণের খাদ্যবান্ধব কর্মসূচি এবং বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা যা জিডিপির ১২.৩৪%, বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা, ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি যা জিডিপির ৫.২%, মোট ব্যয়ে অনুন্নয়ন ব্যয় বা পরিচালন ব্যয় ধরা আছে ৪ লাখ ৭৫ হাজার ২৮১ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা, ঘাটতি মেটাতে বিদেশী ঋণ থেকে সরকার পাবে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা, ব্যাংক থেকে ঋণ নেবে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা, সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নেবে ১৮ হাজার কোটি টাকা, জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৫%, বছর শেষে জিডিপি হবে ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা, মূল্যস্ফীতি থাকবে ৬% এর মধ্যে।
প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করা হচ্ছে। তবে নারী কিংবা ৬৫ বছরের বেশি করদাতাদের এই সীমা ৪ লাখ টাকা। সর্বনিম্ন করহার ১০% থেকে কমিয়ে ৫% এবং সর্বোচ্চ করহার ৩০% থেকে কমিয়ে ২৫% করার প্রস্তাব করা হয়েছে। করমুক্ত সীমার নীচে থাকলেও সরকারি সেবা নিতে রিটার্ন দাখিল দরকার হয় এমন ক্ষেত্রে ন্যূনতম কর ২ হাজার টাকা করা হয়েছে।
অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করতে ভ্রমণ কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পরিবেশ দূষণ কমাতে একাধিক গাড়ীর ক্ষেত্রে বিভিন্ন সিসি বা কিলোওয়াটভিত্তিক পরিবেশ সারচার্জ আরোপ করা হচ্ছে।
সারচার্জ আরোপের ক্ষেত্রে ন্যূনতম সীমা ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি বাড়ানো হয়েছে। নীট সম্পদের মূল্যমান ৪ কোটির বেশি হলে ১০% সারচার্জ এবং নীট সম্পদের মূল্যমানের সীমা ৫০ কোটির বেশি হলে ৩৫% সারচার্জ আরোপ করা হবে।
ইনজেকশনের আইভি ক্যানুলা উৎপাদনের প্রধানতম কাঁচামাল সিলিকন টিউব আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। ডায়াবেটিক ব্যবস্থাপনার ওষুধ উৎপাদনে বিশেষ কিছু কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। তরল নিকোটিন আমদানিতে ১৫০% সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে।
ইলেকট্রনিক সিগারেট এবং ভ্যাপারাইজিং ডিভাইসের আমদানিতে ২১২.২০% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। কাজু বাদাম আমদানিতে শুল্ক ১৫.২৫ থেকে বাড়িয়ে ৪৩% করা হচ্ছে। সুগন্ধী চাল আমদানিতে ১৫% মূসক আরোপ করা হচ্ছে। খেজুর আমদানিতে ২৫% শুল্ক এবং ১৫% মূসক আরোপ হচ্ছে। চশমার ফ্রেম আমদানিতে শুল্ক ৫ থেকে বাড়িয়ে ২৫% করা হচ্ছে। বল পয়েন্ট কলমে উৎপাদন পর্যায়ে ০ থেকে মূসক বাড়িয়ে ১৫% করা হচ্ছে। নিন্মস্তরের সিগারেটের বিদ্যমান সম্পূরক শুল্ক হার ১% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তবে মধ্যম, উচ্চ এবং অতি উচ্চ স্তরের সিগারেটের শুল্ক হার ৬৫%ই থাকছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইটে বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে এবং দেশ বা বিদেশ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে। প্রাপ্ত সকল মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময়ে ও পরে তা কার্যকর করা হবে। ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নিম্নলিখিত সরকারি ওয়েবসাইট লিংক এর ঠিকানাগুলোতেও বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
www.bangladesh.gov.bd
www.nbr.gov.bd
www.plancomm.gov.bd
www.imed.gov.bd
www.pressinform.portal.gov.bd
www.pmo.gov.bd
বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ আগামীকাল শুক্রবার ২ জুন বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।