

হাটহাজারী উপজেলা অন্তরগত রহমতঘোনা জামে মসজিদের শুভ উদ্বোধন।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
আজ হাটহাজারী উপজেলার রহমত ঘোনা এলাকায় পবিত্র ঈদ -এ মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে রহমতঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করেন। উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব রহমত ঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শামসুল ইসলাম চৌধুরী। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোঃ সেলিম উদ্দীন।উদ্বোধক ছিলেন উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরখান।
আলাউদ্দিন জিকুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান ও চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমীর ধর্মীয় শিক্ষক মোঃ এনায়েত হোসেন ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রহমতঘোনা জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিরোজুল কবির চৌধুরী ,মো: রবিউল হোসেন,মোঃআব্দুল খালেক, মোঃ রফিক,মোঃআইয়ুব, তারেক আজিজ,মামুন খাঁন,মনছুর মোঃ আইয়ুব আলী,মোঃ মিজান,নূর নেওয়াজ,আমিনুল ইসলাম প্রমুখ । সভা শেষে পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে নবনির্মিত রহমতঘোনা জামে মসজিদের উদ্বোধন করা হয় ।নামাজ শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ।পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন খতিব এরশাদুল হক আল কাদেরী ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।