

হিন্দু যুবকের হাতে ৮-৯ জন জখম
সুমন সেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
ফটিকছড়ির উপজেলার সুয়াবিল ইউনিয়নে রতন শাহ (২২) নামের এক হিন্দু যুবক ৮-৯ জনকে মানুষকে কুপিয়ে জখম করেছে। এতে এক জনের হাতের কব্জি সম্পূর্ণ বিছিন্ন হয়ে গেছে।
আজ বুধবার (২ডিসেম্বর) সকাল ১০টার দিকে সুয়াবিল বৈদ্দ্যেরহাট সংলগ্ন শাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সুয়াবিল ইউপি চেয়ারম্যান জানান, এতে অনেকজন হতাহত হয়েছে, আনুমানিক ১০ জনের উপর হবে। রতন নামের ছেলেটি নেশাগ্রস্ত ছিল বলে জানা গেছে, দুুই-তিন বছর আগে ধরে ছেলেটি (মানসিক ভারসাম্যহীন) সমস্যায় ভুগ ছিলেন বলে জানা গেছে। পুলিশ হতাহত ব্যক্তিসহ আসামিকে নিয়ে মেডিকেলে অবস্থান করছে। এবং পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে উত্তরের কাজ চলছে। শিঘ্রই ঘটনার সর্ততা জানা যাবে বলে আশাবাদী ভুক্তভুগি পরিবারসহ এলাকাবাসি।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।