সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ ডিসেম্বর ২০২০ ইং তারিখ ১.৩০ মিনিটে র্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনী জেলার পরশুরাম থানাধীন সুবার বাজার মধুগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ছলিম (৩৬) কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও শনাক্তমতে নিজ দখলে থাকা দুইটি বস্তা তল্লাশি করে ১৪৬ বোতল ফেন্সিডিল এবং ৯.৮ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।