সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ দিতে ২১শে মার্চ থেকে বিশেষ কর্মসূচি পালন করবে পুলিশ। যতদিন প্রয়োজন ততদিন এই কার্যক্রম চলবে। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
আইজিপি বলেন, করোনার উর্ধ্বগতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বাণিজ্য ও কর্মকাণ্ড পরিচালনা করা জরুরি। জনসভা বা যে কোনো সমাবেশ পরিহার করার পরামর্শ দিয়েছেন তিনি। আর সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি নিয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে করার অনুরোধ জানিয়েছেন তিনি। প্রয়োজনে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে বলেও জানান আইজিপি।
করোনামুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বেনজীর আহমেদ। সেই সাথে, এই মূহুর্তে লকডাউন নিয়ে কোনো ভবিষ্যৎ মন্তব্য নেই জানিয়ে স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়াভাবে চললে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন পুলিশ মহাপরিদর্শক।
ব্রিফিং শেষে সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।