অতৃপ্ত দুটি হৃদয়ের ভালবাসা

রাম প্রসাদ কুন্ডু

তোমার ভালোবাসার এত বিশাল গভীরতা
তা সত্যিই আমি পরিমাপ করতে পারবো না তোমার ভালবাসায় আমি হাঁসতে শিখেছি
হাজার কষ্টে তুমি কাঁদতে দাওনি
চাওয়ার আগেই পূর্ণ করে দিয়েছিলে সব আশা তোমাকে পেয়ে খোঁজ পেয়েছিলাম নতুন পৃথীবি নতুন ভাবে বাঁচতে শেখা আর অনেক ভালোবাসা
হে প্রিয়া,অবাক তো হয়েছিলাম সেদিনই
যেদিন ভালোবাসার শুভেচ্ছাতে একটি ফুলের উপহারে
তুমি দিয়েছিলে হাজার হাজার ফুল গাছ তৈরির বীজ
যা থেকে সারাদিন সারামাস ফুল আর গন্ধ পাই মনের ভেতরে
যদিও তোমার ভালোবাসা বোঝা অনেক কঠিন তুমিও অনেকটা পাথরের মতই
তবু মনটা তোমার বিশাল নরম
ভালবাসি আমি সেই কঠিন পাথরের মন
আর হৃদয় কাড়া তোমার হাঁসি
হব না দুজনে কখনো এক জানি
মানবে না কেউ এই অসম ভালোবাসাবাসি
তবু অতৃপ্ত হয়েই ভালোবেসে যাক দুটি হৃদয়
হবে না কোনো হিসাব নিকাশ
হবেনা এই ভালোবাসার জয় পরাজয়।।