অভয়নগরে ইন্টার্যাক্ট ডিস্ট্রিক্ট এর কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক | অভায়নগর
গতকাল মধ্যরাত পর্যন্ত ইন্টার্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮১ এর পক্ষ থেকে আয়োজিত “উষ্ণতার ছোঁয়া ২০২১” : ইন্টার্যাক্ট ডিস্ট্রিক্ট কম্বল বিতরণ আয়োজন করে ইন্টার্যাক্ট ক্লাব অব অভয়নগর। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গত ৫ বছর ধরে ইন্টার্যাক্ট ক্লাবের বিভিন্ন পোস্টে থেকে মানবকল্যাণে কাজ করে চলা ইন্টাঃ ফারদিন আহমেদ সোহান। ক্লাব সভাপতি ইন্টাঃ অরিত্র সাহা, অতিত সভাপতি ইন্টাঃ নাজিব আহমেদ ইরতিজা (চীফ এডিআইআর) , সচিব ইন্টাঃ মেহবুবা জান্নাত সুরভী ও প্রোগ্রাম কো-চেয়ারম্যান ইন্টাঃ জুবায়ের লাবিদের সহযোগিতায় প্রোগ্রামটি সফল করা হয়েছে। প্রায় অর্ধ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রোটারিয়ান আসলাম হোসেন এর সাথে সাবেক সভাপতি রোটারিয়ান বিবেকানন্দ মন্ডল, আগামীর কান্ডারী নেতা রোটারিয়ান তোতন (পিএসসিসি) ও ক্লাব সচিব রোটারিয়ান আজিমুল (আইসিসি) উপস্থিত ছিলেন। নওয়াপাড়ার সড়ক থেকে শুরু করে রেলওয়ে স্টেশন পর্যন্ত পায়ে হেঁটে আশেপাশের দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। স্টেশনে ভিড়ের সম্মুখীন হলে আগামী ৩ দিনের মধ্যে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যমাত্রা স্হির করে কথা দেন ক্লাব থেকে। ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইন্টাঃ সাফিন আহমেদ রাহুল উপস্থিত থাকায় ক্লাব থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। যশোর থেকে আগত রোঃ ফেরদৌস পরোস সহ অভয়নগরের বিভিন্ন ক্লাব থেকে রোঃ সুব্রত সাহা, রোঃ ইবনে আসিব, রোঃ মুহাম্মদুল্লাহ, রোঃ শিবির, রোঃ রুদ্র, ইন্টাঃ অর্ক, ইন্টাঃ মুমিত, ইন্টাঃ হানিফ সহ অন্যান্য ক্লাব থেকে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রোগ্রাম চেয়ারম্যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।