অভিনেতার প্যান্টের দড়ি খুলে দিলেন রাখি! যৌন হেনস্তার অভিযোগ

ওয়েব ডেস্ক:
অভিনেতা অভিনব শুক্লার প্যান্টের দড়ি টেনে খুলে দিয়েছেন ‘বিগ বস’ তারকা রাখি সাওয়ান্ত। আর এ ঘটনায় রাখির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন রুবিনা। ‘স্বস্তার বিনোদন বন্ধ করুক রাখি’ এমন দাবিও করেছেন রুবিনা। রুবিনার সঙ্গে নিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা অভিনব শুক্লাও।

রাখির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে রুবিনা জানালেন, রাখির দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন তার স্বামী অভিনব। এই ধরনের বিনোদন চলতে থাকলে ‘বিগ বস’র বাড়ি ছাড়তে প্রস্তুত অভিনব।

‘বিগ বস’ ঘরে এমন ঘটনায় উত্তাল সোশাল মিডিয়া। নেটিজেনদের দাবি, একজন পুরুষকে যৌন হেনস্থা করা হচ্ছে। এ সব সস্তা বিনোদন বন্ধ করা হোক। একই সঙ্গে টুইটারে ট্রেন্ড শুরু হয়েছে হ্যাশট্যাগ ‘হিটু’।

এর আগেও একাধিকবার অভিনবের কাছে নানা আবদার করেন রাখি। অভিনবের হাতে শাড়ি পরা থেকে শুরু করে তার সন্তানের মা হতে চাওয়া, কিছুই বাদ দেননি রাখি। এমনটাই জানান অভিনবের স্ত্রী রুবিনা। আর বিনোদনের খাতিরে এসব সহ্য করেছেন বলেও দাবি তার।
এমনকি সম্প্রতি অভিনবের অন্তর্বাস কেচে দেবেন বলে বায়না করেছিলেন। অভিনব তাতে রাজি না হওয়ায় অন্তর্বাস কেটে কুচি করে দিয়েছেন রাখি। সেই থেকে ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে অভিনব ও তার স্ত্রীর।

এবারে রুবিনা সোজা সাবধান হতে বললেন রুবিনা। তবে রাখি এই সাবধানবাণী মানবেন না বলে জানিয়ে দিয়েছেন।