অভিমানে বেঁচে থাকো

রাম প্রসাদ কুন্ডু

সুন্দর ভাবে বেঁচে থাকা আর ভালোবাসা
অনুভূতি,আলিঙ্গন সব চালান করে দিয়েছি
প্রিয়জন অভিমানে গেছে বাঁধন ছেড়ে
চলে গেছে হাঁসি মজা আর খুনসুঁটি

চৈত্রের খরাতেও ছিল অনাবিল স্বপ্ন
ছিলে তুমি বর্ষার টুপটাপ শব্দে,শীতের কুয়াশাতে তোমাকে পেয়ে ভেবেছিলাম অতল সাগরের জলরাশি পার হব দুঃখ ভুলে আনন্দে

আজ তুমি অতীত,অভিমানী,অসমাপ্ত উপন্যাস দেখিনা তোমাকে ভাবিয়ে মনের গভীরে
বছর চলে বছর আসে বছর যায় ফুরিয়ে
ফিরবে না তুমি তবু থাকবে এই মনের ভিতরে । ।