মো: রিয়াদ হোসেন|জীবননগর প্রতিনিধিঃ আন্দুলবাড়ীয়া হাইস্কুল বাজার ফুটবল মাঠ সংলগ্ন, গতকাল শুক্রবার ৪:৩০ মিনিটে ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ শুরু হয়। গেন্ডারিয়া সোনালী অতীত খেলোয়ার কল্যাণ সোসাইটি, ঢাকার ঢাকা ডিভিশন এর একাদশ বনাম সাবেক ফুটবলার খুলনা বিভাগের একাদশ খেলাটিতে অংশ নেয়।
অংশ নেন ঢাকা টিমের গোল রক্ষক আলমগীর, লিয়াকত আলী, আসফার, মনির, আতাউর রহমান, সেলিম, জহির, মুনসুর, বড় লিটন, টিটু, আব্দুর সবুর, উজ্জ্বল, মুহাম্মদ আলী, ফরিদ, ফারুক, সাহিন মীর, দোলোয়ার, গোলাম মস্তফা, জামাল, সাহিন, রয়েল, টিটু, মহিউদ্দীন, মেহেদী, সোহেল, লুৎফার রহমাম মেনেজার।


এবং সাবেক ফুটবলার খুলনা বিভাগের খুলনা ডিভিশনের অধিনায়কত্ব করেন হাফিজুর রহমান।
আরো আনেক ছিলো খেলুয়ার খুলনা টিমের গোল রক্ষক নিপ্পন, মামুনুজ্জামান আদুন, আব্দুর রহমাম ইশা, শাহাজান শিরাজ, জাকির হোসেন, সামীম, জাকিরুল ইসলাম, সাইদুর রহমাম, ছদু,
জুয়েল, গিয়াস উদ্দীন।


জয়লাভ করেন ২গোলে ঢাকা ডিভিশন , খুলনা ডিভিশন ০, ঢাকা ডিভিশন ২। এছাড়াও আন্দুলবাড়ীয়া বাজারে দেখা যায় মাঠ ভরা দর্শক। আন্দুলবাড়ীয়া ভৈরব নদীর তীরে ফুটবলমাঠ আবস্থিত দর্শকে ছিল পরিপূর্ণ ।
গেণ্ডারিয়া সোনালী অতীত খেলোয়ার কল্যাণ সোসাইটি,ঢাকার অন্তস্থ ঢাকা ডিভিশন এর অধিনায়কত্ব করেন আতাউর রহমান।
এবং সাবেক ফুটবলার খুলনা বিভাগীয় খুলনা ডিভিশন এর অধিনায়কত্ব করেন সাবেক ঢাকা আবাহনীর হাফিজুর রহমান। এসময় দর্শকদেরর গণজোয়ার দেখা দেয়, আন্দুলবাড়ীয়ার স্বনামখ্যাত ভৈরব নদীর প্বার্শে ও আন্দুলবাড়ীয়া বাজার মাঠের চারপাশে ঘিরে থাকে আন্দুলবাড়ীয়া এলাকার সর্বস্তরের আমজনতা। উক্ত ফুটবল খেলাটিতে ২-০ গোলে জয়লাভ করে গেণ্ডারিয়া সোনালী অতীত খেলোয়ার সোসাইটির ঢাকা ডিভিশন ফুটবল টিম।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেওয়া হয় আন্দুলবাড়ীয়া ক্রিয়া সংস্থার পক্ষ হতে বিজয়ী দল ঢাকা ডিভিশন ফুটবল টিমের প্রত্যেককে। ম্যান অফ দ্যা ম্যাচ মো:লিটনকে পুরষ্কার তুলে দেন খান প্রিন্টিং প্রেসের সত্ত্বাধীকারি ফজলুর রহমান খান। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুস সালাম ঈশা,মইদুল ইসলাম মধু, মির্জা হাকিবুর রহমান লিটন, মো: নাজের,মহাসিন আলী খান, মোস্তফা আমজাদ, ফজলুর রহমান খান,