আমিরাতে নাগরিকত্ব পাবেন যারা, জানালেন প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ

নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে আইন সংশোধনী গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত। খালিজ টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারী, বিশেষ মেধাবী এবং পেশাজীবীদের নাগরিকত্ব দেওয়া হবে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিজ্ঞানি, চিকিৎসক, প্রকোশলী, শিল্পী, লেখক এবং তাদের পরিবারের সদস্যরা সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব পাবেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম এ ব্যাপারে আজ শনিবার নতুন আইনের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, আমাদের দেশের উন্নয়নে মেধাবীদের সংশ্লিষ্ট করতে আকৃষ্ট করার ব্যাপারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমিরাতের মন্ত্রীসভা, দুবাইয়ের আদালত এবং এক্সিকিউটিভ কাউন্সিল এ ক্যাটাগরিতে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন।
সূত্র: খালিজ টাইমস