- আসন্ন কায়েতপাড়া ইউপি নির্বাচনে আবারও ইমাম ঐক্য পরিষদের সমর্থন পেল বজলু রহমান
শাকিল আহম্মেদ | নারায়ণগঞ্জ প্রতিনিধি আগামী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে এবারও মো: বজলুর রহমানকে সমর্থন দিয়েছে চনপাড়া ইমাম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। রবিবার ( ২৪ জানুয়ারি) চনপাড়ায় ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চনপাড়া ইমাম ঐক্য পরিষদের সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক। সভায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমানকে এ সমর্থন দেন তারা। এসময় চনপাড়া ইমাম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শেখ আজিজুল রহমানসহ চনপাড়ার সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদ কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইমাম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। বজলুর রহমানকে সমর্থন দিতে তারা মন্ত্রীর কাছে অনুরোধ জানায়।সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান। তিনি বলেন, করোনা দুযোগে চনপাড়ায় ইমামদের পাশে ছিলো গাজী পরিবার। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের দিকনিদেশনায় আমি ইমামদের কল্যাণে কাজ করে যাচ্ছি। চনপাড়ায় ইমামদের কোনো সমস্যা হবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।