একবারের জন্য ওয়ার্ডবাসির সেবা করার সুযোগ চেয়েছেন কাউন্সিলর প্রার্থী বাবুলাল চৌধুরী
মণিরামপুর প্রতিনিধিঃ
আগামী ৩০ জানুয়ারী মণিরামপুর পৌরসভা নির্বাচনে ৩নং-সদর (মনিরামপুর) ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী তরুণ সমাজ সেবক বাবুলাল চৌধুরী। মানুষ বেঁচে থাকে তার কর্মে, ভাল কাজ করে-মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসা নিয়েই চিরস্মরনীয় হবার ইচ্ছা নিয়ে প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত তার নির্বাচনী এলাকার ভোটারদের সাথে মতবিনিময়, গণসংযোগ ও প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
কাউন্সিলর প্রার্থী বাবুলাল চৌধুরী বলেন, দলীয় উর্ধতন নেতৃবৃন্দসহ বিশিষ্ট্য ব্যবসায়ীদের আর্শীবাদ এবং সমর্থন নিয়েই তিনি এবার নির্বাচনী ময়দানে নেমেছেন। সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে কাউন্সিলর হিসেবে নয়-একজন সেবক হিসেবে পৌরবাসীর পাশে থেকে কাজ করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছেন তিনি।
ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের সহায়তা কামনা করে তিনি আরও বলেন, আমি সকলের প্রতি বিনীত অনুরোধ রেখে বলছি। আমার দ্বারা কেউ কখনো ক্ষতি গ্রস্থ হয়নি-হবেও না। ছাত্রজীবন থেকে এ এলাকার জনগণের সূখে-দূঃখে পাশে থেকেছি, আগামীতে সর্বক্ষনিক তাদের পাশে থেকে সকল দূঃখ-কষ্টের অংশীদার হতে এবং ওয়ার্ড বাসির একজন সেবক হতে একবারের জন্য আমাকে নির্বাচিত করার অনুরোধ জানাচ্ছি। মানুষ বেঁচে থাকে তার কর্মে, আমি ভাল কাজ করে-সেই ভালবাসা নিয়েই মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। আমি এলাকার সেবক হতে চাই। সুতরাং আগামী ৩০ জানুয়ারী আমার উটপাখী প্রতীকে আপনার মুল্যবান ভোটটি দিয়ে নির্বাচিত করার বিনীত অনুরোধ জানাচ্ছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।