একুশ তুমি নিত্য স্বাধীনতা 

সনৎ কুমার কুন্ডু 
‘একুশ’ তুমি বাহান্নোর শিশির-ঝরা রাত
তুমি সবুজ পতাকার রক্ত কণিকা
তুমি নীল আকাশের উড়ন্ত বলাকা ।

‘একুশ’ তুমি অভাগিনী মায়ের চোখের আনন্দাশ্রু
তুমি দুঃখের মাঝে সুখের বার্তা
তুমি মুক্ত আলোর দিশারী
তুমি কৃষ্ণচূড়ার ঝরা পাঁপড়ি
তুমি বাংলার সবুজ বনতল।

‘একুশ’ তুমি নিরঙ্কুশ

তুমি রাজপথের রক্ত স্মৃতি

তুমি বাঙালির আত্মত্যাগ

তুমি ইতিহাসের সোনালী পত্র
তুমি রক্তে লেখা বাংলা ভাষা
তুমি বাঙালীর স্বাধীকারের ভাষা
তুমি মায়ের ভাষা -মায়ের আশা|

‘একুশ’ তুমি মাইকেল,রবীন্দ্রনাথ,নজরুল
সুকান্ত,জীবনানন্দের ভাষা
তুমি সহজ-সরল মায়ের মত।