বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এ সরকারকে আর জনগণ ক্ষমতায় দেখতে চায় না। বিএনপির দাবি স্পষ্ট পদত্যাগ করতে হবে। সংসদকে বাতিল করতে হবে। বিলুপ্ত করতে হবে। আর তত্ত্ববধায়ক সরকারের হাতে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে পরীক্ষা হবে এই গণতন্ত্র থাকবে কি থাকবে না। মানুষের অধিকার থাকবে কি থাকবে না। মানুষ ভোট দিতে পারবে কিনা। তাই আমাদের সমস্ত শক্তিকে একত্রিত করে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে ভয়াবহ যে দানবীয় সরকার যে আমাদের সবকিছুকে তছনছ করে দিয়েছে দেশকে তছনছ করে দিয়েছে তাকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের নির্বাচিত একটি কল্যাণমূলক সরকার নিয়ে আসতে হবে।
আমরা পরিষ্কার বলেছি এ সরকারের অধীনে কোন নির্বাচন নয়। সরকারকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা দিয়েই নির্বাচন করতে হবে।
তিনি আজ ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সময় জেলা বিএনপির শীর্ষ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি বিকেল তিনটায় একই স্থানে ও পৌর বিএনপির সম্মেলনে যোগ দেবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।