সড়কে অর্ধেক যানবাহন চলাচলের শর্তে করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ মঙ্গলবার (১০ আগস্ট)।আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেওয়া হচ্ছে। এ বিধিনিষেধ শিথিলের আগেই রাজধানীতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়ে গেছে।

করোনা সংক্রমণ রোধে ১লা জুলাই ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে, কোরবানির ঈদ উপলক্ষে ও জীবন-জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদযাপন শেষে ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়। ১৯ দিনের এ বিধিনিষেধ শেষ হচ্ছে আজ।