![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2020/11/received_849526129180753-400x225.jpeg)
কৃষি জমি রক্ষার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ।
রূপগঞ্জ থানা প্রতিনিধিঃঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলার কায়েতপাড়া এলাকার কৃষি জমি রক্ষার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন কায়েতপাড়ার কৃষক ও এলাকাবাসী। ৯ নভেম্বর দুপুরে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ভূমিদুস্যদের বিরূদ্ধে ফসলি জমি, খাল-বিল, পুকুর-জলাশয় রক্ষায় দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন করে কায়েতপাড়ার জনসাধারণ ও কৃষক। এই সময় বক্তারা অভিযোগ করে বলেন এর আগে কৃষি জমি রক্ষার দাবীতে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করার পরও কোন সহযোগীতা পাইনী । আমাদের তিন ফলসি জমি জোরপূর্বক বালু ভরাট করা হচ্ছে আমার সাধারণ কৃষক প্রশাসনের কোন সহযোগীতা পাচ্ছি না। তাই আজ বাদ্য হয়ে জাতীয়
প্রেসক্লাবে সামনে মানববন্ধন করতে হচ্ছে আমাদের।আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে তাকাবে এবং আমাদের কৃষি জমি রক্ষা করতে প্রশাসনকে নির্দেশ প্রদান করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।