শায়েক আহমদ,স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগের বেশি সময়ের দাবি নিয়ে কৃষি মন্ত্রীর নিকট খোলা চিঠি লিখেছেন রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম ওসমান। চিঠিতে তিনি লিখেছেন নিম্নরূপ!

বরাবর,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ এমপি মহোদয়।
বিষয় : কাচা রাস্তা পাকাকরনের জন্য আবেদন।

স্যার,
প্রথমেই আমাদের সালাম ও বুক ভরা ভালোবাসা নিবেন। আপনি আমাদের এলাকার অনেক উন্নয়ন
করেছেন, সামান্য কিছু উন্নয়নের জন্য আমরা বিশাল উন্নয়ন থেকে বঞ্চিত। এই সামান্য উন্নয়ন টুকু করে আমাদেরকে আপনার কৃজ্ঞতা বন্ধনে আবদ্ধ করবেন। আমরা আপনার নির্বাচনী এলাকা কমলগঞ্জ উপজেলার আপনার নিজ ইউনিয়ন ০১নং রহিমপুরের ০৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমাদের এলাকার ছয়কুট জেলা সড়ক হতে বড়চেগ শামীম ওসমানের বাড়ির সামনে হয়ে হামিদিয়া চা-বাগান পর্যন্ত প্রায় ১কি:মি: ও বড়চেগ মাদ্রাসা হতে ইউপি সদস্য মাহমুদ আলী বাড়ির সামনে হয়ে দক্ষিন বড়চেগ মসজিদ পর্যন্ত প্রায় ১.৫ কি: মি: এবং বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দেওরাছড়া মান্ডব পর্যন্ত প্রায় ২কি:মি: রাস্তা পাকা করনের অভাবে দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে পশ্চিম বড়চেগ, পূর্ব
বড়চেগ, উত্তর বড়চেগ ও দক্ষিন বড়চেগ এবং দক্ষিনগ্রাম সহ আশেপাশের কয়েকটা মহল্লার যানবাহন, পরিবহন সহ ৪/৫ হাজার গনমানুষের অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়। মাননীয় কৃষি মন্ত্রী বিশেষ করে এলাকার কৃষিজীবি মানুষের ক্ষেতের ফসল ঘরে উঠাতে অতিরিক্ত বহন খরচের ঘানি টানতে হয়, এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা গামী ছাত্র/ছাত্রী, বয়স্ক মা-বাবাদের ও অসুস্থ মানুষের যাতায়াত করতে কষ্ট হচ্ছে।এলাকার গনমানুষের উল্লেখিত দূরাবস্থা অবসানের জন্য এলাকাবাসির প্রানের দাবি বর্ণিত রাস্তাগুলো পাকা করন হলে এলাকা বাসি উপকৃত হবে। আপনার কাছে করজোরে মিনতি করছি আমাদের এই রাস্তাগুলা পাকা করে উন্নয়নের অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশে আমাদের শামিল করুন। দয়া
করে আমাদের এই রাস্তাগুলা পাকা করে দিলে আপনার কাছে আমরা এলাকাবাসি চিরকৃতজ্ঞ থাকবো।

এলাকাবাসির পক্ষে:
শামীম ওসমান।
সভাপতি
রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগ।
কমলগঞ্জ, মৌলভীবাজার।
২৪ ফ্রেব্রুয়ারী ২০২৪ইং।