কেশবপুর পৌরসভা নির্বাচনে রফিকুল ইসলামকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের বৈঠক

এনামুল কবির সবুজ | স্টাফ রিপোর্টার

কেশবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল ইসলামকে বিজয়ী করতে এক মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।