খুলনার দাকোপে সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকারের বাড়িতে পোপের কার্ডিনাল সহ আরো সাতজন বিশপের আগমন।

মিজানুর রহমান খুলনা প্রতিনিধি 
খুলনার দাকোপে বাংলাদেশ খ্রিষ্টান সম্প্রদয়ের কাথলিক মন্ডলীর পরম শ্রদ্ধেয় কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সহ আরো সাতজন বিশপের চালনা ধর্মপল্লীর লাউডোব উপ ধর্মপল্লীতে শুভ আগমন উপলক্ষে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন জানান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার (এমপি)

বিশপরা হলেন আর্চবিশপ বিজয় এনডি ক্রুশ ও এম,আই কাকরাইল ঢাকা ধর্মপ্রদেশ। বিশপ শরত ফ্রান্সিস গমেস্ ঢাকার সহকারী বিশপ। বিশপ জেভ্রাস রোজারিও রাজশাহী ধর্মপ্রদেশ। বিশপ সিবাস্টিয়ান টুডু দিনাজপুর ধর্মপ্রদেশ। বিশব পল-পনেন কুবি ময়মনসিংহ ধর্মপ্রদেশ। বিশপ জেমস্ রমেন বৈরাগী খুলনা ধর্মপ্রদেশ। আরো আমন্ত্রিত বেক্তিরা হলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, দাকোপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহজ্ব আবুল হোসেন, দাকোপ থানা অফিসার ইনচার্জ মোঃ সেকেন্দার আলী, লাউডোব ইউনিয় পরিষদের চেয়ারম্যান সরোজিত কুমার রায়, বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ,বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ, দাকোপ রিপোর্টাস্ ক্লাবের সদস্যবৃন্দ,


পুরোহিতবৃন্দ সহ এলাকার গন্যমান্য বেক্তিবর্গ।

আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময় শেষে এমপি গ্লোরিয়া ঝর্ণা সরকারের বাড়ির আঙ্গিনায় নারীদের কর্মদক্ষতার বিভিন্ন চিত্র পরিদর্শন করেন অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের মধ্যে প্রথম মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। উপস্থিত সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন পোপের কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও।
অনুষ্ঠান শেষে প্রতিভোজে অংশগ্রহন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।