সারাদেশে করোনার গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) ১ বছর পুর্তি হয়েছে। গত এক বছরে সারাদেশে প্রায় পৌনে ১৭ কোটি ডোজ গণ টিকা প্রয়োগ করা হয়। ২০২১ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করেন।
এক বছরে প্রথম দ্বিতীয় ও বুস্টার মিলে এ পর্যন্ত টিকা বিতরণ করা হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ ৬১ হাজার ৬৯০ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৭৩৮ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৪৪৭ জন। এবং বুস্টার ডোজ দেয়া হয়েছে ২০ লাখ ৭৮ হাজার ৫০৫ জনকে। অন্যদিকে টিকা নিতে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করেন (এনআইডি) দিয়ে ৮ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৭২৬ জন।
পাসপোর্ট দিয়ে ১৩ লাখ ৬৫ হাজার ২৭৪ জন এবং জন্ম নিবন্ধন দিয়ে ২৫ লাখ ৪৩ হাজার ৫৪১ জন। রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ছিন্নমূল মানুষের জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন বা নাগরিকত্ব শনাক্তের কোনো কাগজপত্র নেই। তাই দেশে করোনার টিকা দেয়ার বছর পেরিয়ে গেলেও নিবন্ধন জটিলতায় টিকা পায়নি তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।