চট্টগ্রাম কারাগারে এস আলম গ্রুপের পক্ষ হতে এলইডি টিভি হস্তান্তর:
সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১০ টি এলইডি টিভি প্রদান করেছেন দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক হাজী উসমান গণি চৌধুরী।
বেসরকারী কারা পরিদর্শক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল হান্নান লিটনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদের বিনোদনের অংশ হিসেবে এলইডি টিভি গুলো প্রদান করেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।
আজ বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে জেল সুপার ও জেলার রফিকুল ইসলাম কে টিভিগুলো হস্তান্তর করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান, নুরুল আলম মিয়া, ইয়াসিন আরাফাত কচি।
কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন বলেন, মানব সেবার ব্রত নিয়েই দ্বিতীয়বারের মতো কারাপরিদর্শকের দায়িত্ব নিয়েছি। কারাগার কেবলমাত্র শাস্তি ভোগের জায়গা নয়, মানুষের সংশোধনাগার হিসেবেই পরিচালনা করতে হবে কারাগার গুলোকে। বর্তমান সরকার সেই লক্ষ্যেই দেশের কারাগার গুলোর হাজতি ও কয়েদীদের সার্বিক সুযোগ সুবিধা প্রদান করছে। এর বাহিরে আমরা আমাদের যতটুকু অবদান রাখার সুযোগ আছে ততটুকু করলে কারাগারের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা সম্ভব। সেই চিন্তা থেকেই আমি আমার সাধ্যমত অবদান রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দানশীল ও ধনাঢ্য সমাজসেবা মনোভাবাসম্পন্ন ব্যক্তিদের ও এগিয়ে আসার আহবান জানান লিটন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।