চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের আধুনিক ও সুদক্ষ করতে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের আধুনিক ও সুদক্ষ করতে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম।
এ উপলক্ষে অদ্য ১০ ডিসেম্বর, ২০২০ ইং ১২:০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স ট্রেনিং স্কুল সংলগ্ন পিওএম মাঠে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম। এসময় তিনি কনস্টেবল হতে এসআই পর্যন্ত পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে উক্ত ড্রাইভিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সরবরাহ ও পরিবহন) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার(ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপি) জনাব অনিন্দিতা বড়ুয়া সহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।