টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদ চত্বরে করোনা সংক্রমণ প্রতিরোধে আগত সেবা গ্রহিতাদের মধ্যে উপজেলা প্রশাসন মধুপুর এর পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, একটি বাড়ী একটি খামার প্রকল্প কর্মকর্তা ফেরদৌস আহমেদ, বি,আর ডি বি কর্মকর্তা আজহার আলী সহ অন্যান্য কর্মকর্তাগন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা
আরিফা জহুরা বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান আবশ্যক। এ সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা- “No mask no service” নীতি বাস্তবায়ন শুরু হয়েছে। অন্যান্য সকল সরকারি বেসকারি দপ্তরসমূহকেও মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত নির্দেশনা প্রতিপালনের ব্যপারেও সকলকেই অবগত করেন। বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করার জন্য সকলকেই নির্দেশ প্রদান করে বলেন নিজে বাঁচুন ,অন্যকে বাঁচান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।