ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে দিনের বেলায় প্রশাসনিক কার্যালয়ে এমন ঘটনাকে আতঙ্কের কারন হিসেবে দেখছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতল ভবনের প্রতিটি কক্ষের জানালার কাচের গ্লাস ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এক প্রান্ত থেকে অরেক প্রান্তের সবগুলো গ্লাস ভেঙ্গে ফেলায় আতঙ্কের কারন হিসেবে দেখছেন স্থানীয়রা।
আজ শনিবার সকাল সাড়ে আটটায় গ্লাস ভাংচুরের সময় নারায় তকবির আল্লাহ হুআকবর বলে চিকৎকার করছিল এক ব্যাক্তি। যা মোবাইলে ধারনকৃত ভিডিও থেকে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে আটক করে। এসময় পুলিশের এক এসআই আহত হয়।
ভাংচুরের ঘটনার পর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ সুপার, থানা ও হাজতখানা জেলা প্রশাসকের সন্নিকটে হলেও এতোগুলো গ্লাস দীর্ঘ সময় ধরে ভাংচুর করাকে পুলিশের গাফিলতিকে দায়ি করছেন স্থানীয়রা।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আর পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশের কোন গাফিলতি ছিলনা জানিয়ে প্রকৃত বিষয় উদঘাটনে কাজ করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসির উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।